PNB এর পর এবার কার পালা?

0
8

PNB এর সাড়ে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারির পর যে প্রশ্নটা উঁকি মারছে এর পর কোন ব্যাঙ্কের পালা। এটা ভাবার কোন কারণ নেই বিদেশে যে সব ব্যাঙ্কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের LOU এর ভিত্তিতে বিদেশি মুদ্রায় পেমেন্ট করেছে তারা কিছুই জানতো না। তাছাড়া শুধু PNB কি একমাত্র ব্যাঙ্ক যেখানে এরকম প্রতারণা চলতো। আমরা হয়তো অনেকেই ভুলে গেছি শেয়ার দালাল হর্ষদ মেহেতার সঙ্গে SBI এর অবৈধ লেনদেন দীর্ঘ সময় ধরে চলেছিল।এটি কি নেহাতই কাকতালীয় যে ১৭ বছর পর গত ডিসেম্বরে শেষ হয় ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ক্ষতির মুখ দেখতে হল। তাও আবার ২৪১৬ কোটি টাকা। তাই বারবার একটাই প্রশ্ন উঠছে PNB এর পর এবার কার পালা।