PNB কেলেঙ্কারির অঙ্ক বাড়ল আরো ১৩০০ কোটি টাকা

0
10

PNB কেলেঙ্কারির অঙ্কটা বেড়ে গেলো ১৩৩০ কোটি টাকা। আগে ভাবা হচ্ছিল নীরব-মেহুলরা PNBকে ১১ হাজার ৩৮০ কোটি টাকা মতন লুটে নিয়েছে। সেই মত CBI এর কাছে অভিযোগ করেছিল PNBও। কিন্তু PNB হিসাহ করে দেখেছে জাল LOU এর জন্য তাদের ঘাড়ে দায় চেপে বসেছে আরো ১৩০০ কোটি টাকা। তাই PNB কেলেঙ্কারির আপাতত বেড়ে দাঁড়াল ১২৭১০ কোটি টাকা।