CBSE এর প্রশ্ন ফাঁসের জেরে গ্রেফতার ABVP নেতা

0
11

CBSE এর প্রশ্নপত্র ফাঁসের জেরে আরো অস্বস্তি বাড়ল বিজেপির। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হওয়া ৩জনের মধ্যে একজন ABVP এর নেতা। নাম সতীশ পান্ডে। ইতিমধ্যেই ১২ এর অর্থনীতির পরীক্ষার নতুন দিন ঘোষণা হয়েছে। কিন্তু সেই সঙ্গে চলছে দেশের বিভিন্ন জায়গায় প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ। ইস্যু ছাড়তে নারাজ কংগ্রেস। কিন্তু সত্যি কি কেউ চিন্তিত পরীক্ষার্থীদের নিয়ে?