DA এর দাবিতে প্রতিকী বিক্ষোভও বরদাস্ত নয় নবান্নে। নবান্ন থেকে বার করে দেওয়া হল বিক্ষোভকারীদের

0
8

বকেয়া ডিএ ও পে কমিশন লাগু করার দাবিতে নবান্নে বিক্ষোভ দেখালেন কয়েকজন সিপিএম প্রভাবিত কো-অর্ডিনেশনের সদস্য। হাই সিকিউরিটি জোন হওয়ার অজুহাত দেখিয়ে তাদের  নবান্ন থেকে বার করে দেয় পুলিস। সরকারি কর্মী হওয়া সত্ত্বেও পুলিস তাদের কেন নবান্ন থেকে বের করে দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।

রাজ্য সরকারি কর্মীদের  বকেয়া DA প্রতিদিনই বাড়ছে। ফারাক বাড়ছে কেন্দ্রীয় কর্মীদের ডিএর সঙ্গেও। আর তাই মাঝে মধ্যেই বিক্ষোভ দেখাচ্ছে কর্মী সংগঠনগুলো। হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কয়েকটি কর্মী সংগঠন। বকেয়া ডিএ য়ের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অবশ্য একসময় বলেছিলেন ঘেউ ঘেউ  করে লাভ নেই। সেই সময়ও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।