NDA ছাড়ল TDP। সাজানো নাটক নয় তো?

0
8

আগামী বছর অন্ধ্রে ভোট। অবস্থা যে সুবিধার নয় তা বিলক্ষণ বোঝেন চন্দ্রবাবু নায়ডু। আর তাই দরকষাকষির পর অবেশেষে NDA ছাড়ল TDP। এর আগে অন্ধ্রকে প্রতিশ্রুতি অনুযায়ী স্পেশ্যাল স্ট্যাটাস  না দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন TDP এর মন্ত্রীরা। NDA ছাড়ার পাশাপাশি শুক্রবারই কেন্দ্রের বিরুদ্ধে অনস্থা প্রস্তাব আনতে চেয়েছিল TDP। ন্যূনতম সংখ্যা না থাকায় তা পেশ করতে অনুমতি দেননি স্পিকার। সোমবার ফের অনাস্থা আনবে তেলেগু দেশম। সমর্থন করবে কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল। তবে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে নিজের অপদার্থতা ঢাকতেই NDA ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে TDP। প্রশ্ন উঠছে পুরোটাই সাজানো নাটক নয় তো?