PNB কেলেঙ্কারির জেরে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নরকে জেরা CBI এর

0
17

 নীরব মেহুলরা সাড়ে ১১ হাজার কোটি টাকা PNB কে লুট করে পালিয়ে যাওয়ার পর থেকে এখনও তেমন কোন প্রভাবশালীকে জেরা করেনি CBI। শুক্রবার এই কেলেঙ্কারির জেরে  রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর এইচ এল খানকে জেরা করল CBI। মিডিয়া রিপোর্ট অনুযায়ী স্পষ্ট নয় ঠিক কী জানতে চাওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের এই কর্তার কাছ থেকে। তবে এটা যে কেউ বোঝে শুধু মাত্র  ব্যাঙ্কের একটি শাখার একজন বা কয়েকজন কর্মীর জন্য এতবড় প্রতারণা এতদিন ধরে চলতে পারে না। কিন্তু সত্যি কি প্রভাবশালীদের ছুঁতে পারবে বা চাইবে CBI। প্রশ্নটা সোজা, উত্তরও সবার জানা।