১৪ তারিখ এক দফায় যে পঞ্চায়েত ভোট হতে চলেছে,তাতে রক্ত ঝড়বে বলে আশঙ্কা প্রকাশ করলেন প্রবীণ সিপিআইএম নেতা ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবের আমন্ত্রনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিমানবাবু এই আশঙ্কার কথা জানান।তাঁর মতে এ রাজ্যে এখন ভয়াবহ এক সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে।শাসক দল বিরোধীদের গণতান্ত্রীক অধিকার কেড়ে নিয়ে স্বৈরাচার চালাচ্ছে বলে বিমান বসু জানান।তাঁদের ৩৪ বছরের শাসনকালে যে সন্ত্রাসের অভিযোগ উঠত সে সম্পর্কে এই বাম নেতার সাফাই সে সময় অনেক ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হোত।বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩৪ শতাংশ আসনে শাসক তৃণমূলের বিজয়ী হওয়াকে,গণতন্ত্রের প্রহসন বললেও তাঁদের আমলেও কেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় বাম প্রার্থীরা জিতে যেতেন তার কোন সদুত্তর অবশ্য প্রবীণ বাম নেতা দিতে পারেন নি।এ রাজ্যে শাসক দল ভয়াবহ স্বৈরাচার নামালেও তাঁরা যে তার জন্য এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন না তাও পরিষ্কার জানিয়ে দেন বিমানবাবু।তাঁর দাবি বামদলগুলিই রাজ্যের হাতে বেশী ক্ষমতা,ও নির্বাচিত রাজ্য সরকারকে ফেলে দেওয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশী সরব ছিল বরাবর,আজও সেই নীতি থেকে তাঁরা সরছেন না।রাজ্যের অপশাসনের বিরুদ্ধে তাঁরা মানুষকে সঙ্গে নিয়েই নিরন্তর লড়াই করবেন বলে দাবি করেন বিমান বসু।তবে ৩৪ বছর ধরে মানুষের চেতনায় অসাম্প্রদায়িকতা ও স্বৈরাচার বিরোধিতার ধার কেন দেওয়া গেল না সে প্রশ্নের উত্তরটা বিমান বসুর কাছ থেকে সাংবাদিকদের কেউ জানতে না চাইলেও,সাধারণ মানুষ সে প্রশ্নের উত্তর জানেন।মানুষ জানে ক্ষমতা ধরে রাখতে ভোটে জেতার চিন্তা ছাড়া বামপন্থী হিসেবে আর কোন চিন্তাকে বিশেষ পাত্তা দেননি বিমানবাবুরা।এখন তার অভিশাব বহন করতে হচ্ছে তাঁদের।