কর্ণাটকে ঘোড়া কেনা বেচা শুরু করে দিয়েছি বিজেপি। অন্তত এমনটাই অভিযোগ কংগ্রেস -জেডিএসের। বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিরোধী বিধায়কদের ১০০ কোটি টাকা ও মন্ত্রি করার টোপ দেওয়া হচ্ছে বলে সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন জোটের মুখ্যমন্ত্রীপদ প্রার্থী জেডিএস নেতা কুমারস্বামী। ইতিমধ্যে খনি মাফিয়া রেড্ডি ভাইদের এলাকা বেল্লারি অঞ্চলের ৩ কংগ্রেস বিধায়ক( যাদের মধ্যে ২জন অাগে বিজেপিতে ছিলেন) ও জেডিএসের ২ বিধায়কের খোঁজ মিলছে না। ২০০৮ সালেও অপারেশন লোটাসের চাঁদির জোরে কংগ্রেস ও জেডিএসের ৬ বিধায়ক ডিগবাজি খেয়েছিল। অার এই লোটাসের পিছনে পুরো অর্থই নাকি খনি মাফিয়া জনার্ধন রেড্ডি জুগিয়েছিল ।