নাম না করে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে তীব্র অাক্রমণ করলেন রাহুল গান্ধী। দিল্লিতে দলের এক অনুষ্ঠানে রাহুল বলেন দেশকে বিজেপির ৩-৪ নেতা দাসে পরিণত করেছে। অাগামী দিনে তারা বুঝতে পারবে দেশ তাদের দ্বারা পরিচালিত হবে না। অাগামী লোকসভা ভোটে বিরোধীরা যে ঐক্যবদ্ধ শক্তি হিসাবে দাঁড়াবে সেই কথাও জানান রাহুল।