২০১৫ সালে কুড়ানকুলামে ১ নম্বর পরমানু চুল্লি বন্ধ করে পুনরায় চালু করার সময় ঠিক কতজন দক্ষ কারিগর লাগবে তা অান্দাজ করতে পারেনি না নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা NPCIL । অার এর জন্য সরকারে ক্ষতি হয়েছে ৯৪৭ কোটি ৯৯ লক্ষ টাকা। এমনটাই দাবি CAG। ১ নম্বর চুল্লি বন্ধ করে জ্বালানি ভরে তা পুনরায় চালু করার জন্য ৬০ দিন বন্ধ রাখার কথা ভেবেছিল NPCIL। বাস্তবে ২২২ দিন বন্ধ রাখতে হয় ১ নম্বর ইউনিটটি। এর জেরে বিদ্যুত উত্পাদনে শুরু করতে দেরি হয় অনেক দিন। অার তার জেরে ৯৪৮ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয় NPCIL। জ্বালানী ভর্তি করার বিষয় ঠিক কতটা দক্ষ কর্মী লাগবে তা যদি NPCIL বুঝতে না পারে তা হলে পরমানু চুল্লির নিরাপত্তার বিষয় এদের উপর কতটা ভরসা করা উচিত সেটাই নিয়েই প্রশ্ন উঠবে।
সূত্র দ্য হিন্দু