ATM এ ইঁদুরের খাদ্য ১২ লক্ষ টাকার নোট

0
16

অসমের তিনসুকিয়ায় একটি ATM এ ১২ লক্ষ টাকার নোট কেটে দিল ইঁদুরে। খারাপ হয়ে যাওয়া SBI  এর  ওই ATM বন্ধ ছিল  ২০ মে থেকে। ওই ATM চালু করার জন্য ইঞ্জিনিয়াররা যখন  ১১জুন ওই বন্ধ  ATM ঢোকেন তখন তারা চমকে ওঠেন। দেখেন মেশিনের ভিতরে ৫০০ ও ২০০০ টাকার নোট টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। ব্যাঙ্কের তরফে জানান হয়েছে নষ্ট  হওয়া নোটের অঙ্ক ১২ লক্ষ ৩৮ হাজার টাকা। ১৯ মে ওই ATM এ ২৯ লক্ষ টাকা ভর্তি করা হয়। পরের দিনই খারাপ হয়ে ওই ATM। ব্যাঙ্কের তরফে জানান হয়েছে প্রায় ১৭ লক্ষ টাকার নোট তারা ব্যবহার করতে পারার অবস্থায় উদ্ধার করতে পেরেছে।