icici ব্যাঙ্কের ক্ষতি ১২০ কোটি, অার জেনে নিন গত ৩ মাসে কার লাভ হল সাড়ে ৯ হাজার কোটি

0
15

ব্যাঙ্কগুলো যখন ঋণখেলাপি ও প্রতারণার জেরে ক্ষতির সম্মুখীন হচ্ছে ,ঠিক সেই সময় কিছু করপোরেট ফুলে ফেপে ঢোল হচ্ছে। এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে ICICI ব্যাঙ্কের ক্ষতি হয়েছে ১২০ কোটি টাকা। গত বছর এই সময়কালে ব্যাঙ্কের মুনাফা ছিল ২০৪৯ কোটি টাকা।  গত ১৬ বছরে এই প্রথম ক্ষতির সম্মুখীন হল  ICICI ব্যাঙ্ক। একই সময়কালে অর্থাত্  এবছরের এপ্রিল থেকে জুন সময়কালে মুকেশ অাম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মুনাফা  কামিয়েছে ৯৪৫৯ কোটি টাকা। অন্য মোবাইল ফোন পরিষেবা  প্রদানকারী সংস্থাগুলোতে যখন ক্ষতির মুখ দেখছে সেই সময় মুনাফা বেড়েছে জিও -র । জুন শেষ হওয়া ত্রৈমাসিকে জিও মুনাফা করেছে ৬১২ কোটি টাকা।