JNUতে উপাচার্য অপসারণে শিক্ষকদের গণভোটের ডাক

0
10

এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে চলেছে দিল্লির JNU। অাগামী ৭ অগস্ট JNU টিচার্স অ্যাসোসিয়েশন বা JNUTA এর ডাকে বর্তমান উপাচার্যকে অপসারণের দাবিতে গণ ভোট হতে চলেছে সেখানে। মঙ্গলবার JNUTA এর সভায় এই সিদ্ধান্ত হয়। JNUTA এ মনে করে বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।