রেলের জুনিয়র লোকো পাইলট ও টেকনিশিয়ানের ২৬৫০২টি পদের জন্য অাবেদন জমা পড়েছে ৪৮ লক্ষের মত। প্রথম ধাপের পরীক্ষা ৯ অগস্ট। হঠাত্ তার অাগে বৃহষ্পতিবার রেলমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন পদের সংখ্যা বৃদ্ধি করে করা হল ৬০ হাজার। অাপাতভাবে চাকরী প্রার্থীদের কাছে সুখবর। কিন্তু এর থেকেই বোঝা যায় রেলে কী পরিমাণ শূন্যপদ রয়েছে। অার এ থেকেই স্পষ্ট কোন সঠিক নীতি নেই, রেলে শূন্যপদ পূরণ হয় মন্ত্রী -অামলাদের খেয়াল খুশি মত হয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি ভাবাই হয় না।