ভিমা করেগাঁও হিংসার মামলায় গৌতম নওলাখাকে গৃহবন্দি থেকে সোমবারই মুক্তি দেওয়ার দিল্লী হাইকোর্ট। হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো মহারাষ্ট্র সরকার।
গৌতম সহ ৫ মানবাধিকার কর্মীর গ্রেফতারের জেরে কয়েক দিন আগেই ৫ বিশিষ্টজনের করা SIT গঠনের অার্জি খারিজ করে দেয় সু্প্রিম কোর্টের ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ। তবে নিম্ন আদালতে অভিযুক্তরা চাইলে অন্তবর্তী কোন সুরাহা চাইতে পারে বলে জানিয়েছিল সর্বোচ্চ আদালত। বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এএম খানউলকর তাদের রায় জানিয়েছেন ওই ৫ মানবাধিকার কর্মীকে কোন বিরোধী কন্ঠস্বরকে রোধ করার জন্য গ্রেফতার করা হয়নি। অারো ৪ সপ্তাহ ধরে ওই ৫ মানবাধিকার কর্মীকে গৃহবন্দি থাকতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে বেঞ্চের তৃতীয় সদস্য বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় জানিয়েছেন পুলিস যা প্রমাণ হাজির করেছে তা কোনভাবেই অভিযুক্তদের সঙ্গে সম্পর্কিত নয়। পুলিস ৫ মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালাচ্ছে।
২৮ অগস্ট দেশজুড়ে একাধিক সমাজকর্মী ও মানবাধিকার কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে গৌতম সহ ৫জন মানবাধিকার কর্মীকে গ্রেফতার করে পুণে পুলিস।