SBI এর প্রাক্তন চেয়ারপার্সনের রিলায়েন্স যোগ দেওয়া কি এমনি এমনি?

0
22

SBI এর অন্দরে কানপাতলেই শোনা যায় সংস্থার এক মহিলা চেয়ারপার্সনের অামলে প্রতিষ্ঠানের সর্বনাশের কথা। এবার SBI এর প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য যোগ দিলেন মুকেশ অাম্বানির রিলায়েন্স। প্রতিষ্ঠানে অন্যতম ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছেন অরুন্ধতী। তাঁর অামলেই রিলায়েন্স জিও এর সঙ্গে এসবিঅাই এর সঙ্গে ডিজিটাল পেমেন্টের বিষয় গাঁটছড়া বাঁধে। তার প্রতিদানেই কি নতুন পদে যোগ দেওয়ালো রিলায়েন্স?  নাকি এর পিছনে রয়েছে অারো বড় কোন সুবিধে পাইয়ে দেওয়ার গল্প?