অামাদের একটা ধারনা অাছে নামি কোম্পানি মানেই ভাল। বিশেষ করে ওষুধপত্তরের ক্ষেত্র তো বটেই। কিন্তু বারবার দেখা গেছে সত্যিটা ঠিক তার উল্টো। ওষুধ নিয়ে অভিযোগ উঠেছে বহুবার। এবার নামি দামি কোম্পানির মেডিক্যাল স্টেন্টের ক্ষেত্রে উঠল অভিযোগ। একটি দৈনিকের তদন্ত অনুযায়ী ২০১৮ সালে অপারেশনের ক্ষেত্রে ব্যবহৃত স্টেন্টে নিয়ে অভিযোগ উঠেছিল ৫৯৬টি। যার মধ্যে অামেরিকার বহুজাতিক কোম্পানি অ্যাবটের তৈরি করা স্টেন্ট ছিল ২৯০টি। এছাড়া হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জিরর ক্ষেত্রে ব্যবহৃত জনসন অ্যান্ড জনসনের তৈরি মেডিক্যাল ইমপ্ল্যান্ট নিয়ে অভিযোগ উঠেছে অাগেই। বাধ্য হয়ে রোগীদের পুনরায় নিখরচায় অপারেশন করে দিতে রাজি হয়েছে জনসন অ্যান্ড জনসন। ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সরকারের তৈরি কমিটিও।