কেউ বাঁচার জন্য আর্তচিত্কার করছে,কেউবা তিনতলা থেকে ঝাপিয়ে পড়ছে,শুক্রবার সুরাটের এক বহুতল বাড়িতে দেখা গেছে এমনই দৃশ্য।প্রসঙ্গত ঐ বহুতলে তখন আগুন লেগেছিল,আর ঐ বাড়িরই চারতলায় তখন চলছিন প্রাইভেট কোচিং ক্লাস।সম্পূর্ণ বাড়িটি আগুনের গ্রাসে চলে যাবার পর অল্পবয়সী পড়ুয়ারা বাঁচার তাদিগে এদিক-ওদিক দৌড় দিতে থাকে।কেউ ঝাঁপ দেয় বাড়ির রেলিং থেকে।সরকারি সূত্র বলছে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে আনতে ২০ জন পড়ুয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।তবে ছাদ থেকে ঝাঁপ দিয়ে কারোর মৃত্যু হয়েছে কীনা সে তথ্য এখনও পাওয়া যায় নি।মর্মান্তিক এই ঘটনায় গোটা সুরাট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বলে জানা যাচ্ছে।