লোকসভা ভোটে বিপর্যয় কাটিয়ে উঠতে অার নিজের উপর ভরসা রাখতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। অার তাই JDUনেতা তথা প্রশান্ত কিশোরের সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকসনের সঙ্গে চুক্তি করলেন মমতা। অন্তত এমনটাই জানাচ্ছে এনডিটিভিডটকম। সম্প্রতি অন্ধ্রের YSRC এর ভোটের সাফল্যের পিছনে প্রশান্ত কিশোরের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। সেখানে ভোটের কৌশলে YSRC সাহায্য নিয়েছিল প্রশান্ত কিশোরের সংস্থার । চুক্তির অঙ্কটা ঠিক জানা যায়নি এখনও। তবে এদেশে ভোট যে একটা ম্যানেজমেন্টের বিষয় তা নতুন নয়। তবে এতে পেশাদার সংস্থার নিয়োগ বোধ হয় ২০১৪ সালের অাগে হয়নি। ২০১৪ সালে বিজেপির ভোট বৈতরণী পার করার বরাত ছিল এই সংস্থার হাতেই। এর পর কখনও প্রশান্ত কিশোরের হাত ধরে সাফল্য পেয়েছে কংগ্রেস( পাঞ্জাব) কখনও পায়নি( উত্তরপ্রদেশ)। সব সময় যে সাফল্য এসেছে তাও নয়। এক সময় নিজেই জেডিইউতে যোগ দেন প্রশান্ত কিশোর। কিন্তু প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ২৯৪টা কেন্দ্রে নিজেই মুখ, যার ছবি সরে গেলে প্রার্থীরা হেরে যান তাঁর হঠাত্ কেন প্রশান্ত কিশোরের প্রয়োজন হয়ে পড়ল। মমতা কি নিজেই নিজের ওপর অাস্থা রাখতে পারছেন না। না জগন্মোহন রেড্ডির সাফল্যের জেরেই প্রশান্ত কিশোরকে অাঁকড়ে ধরতে চাইছেন তিনি? উত্তরের জন্য অারো কিছুটা সময় অপেক্ষা করতে হবে অামাদের।