JDU কি ছাড়ছেন প্রশান্ত? জল্পনা তুঙ্গে

0
12

JDU নেতা প্রশান্ত কিশোরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহষ্পতিবারের বৈঠক ও বোঝাপড়ার খবর প্রকাশ্যেই অাসতে অস্বস্তিতে জেডিইউ। মমতার সঙ্গে এরকম কোন বৈঠক যে প্রশান্ত কিশোর করতে চলেছেন তা নাকি তাদের জানাই ছিল না। মিডিয়া রিপোর্ট অনুযায়ী JDU নেতা হওয়া সত্ত্বেও ২০২১ সালের বিধানসভা ভোটের মমতার কৌশলি হিসাবে কী ভাবে যুক্ত থাকতে পারেন প্রশান্ত সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে দলে। তাহলে কি প্রশান্তের দল ছাড়া এখন শুধু সময়ের অপেক্ষা। নাকি অারো কোন চমক অপেক্ষা করছে। দলে থাকুন অার ছাড়ুন ভোট বা নির্বাচন যে প্রশান্তের কাছে একটা শুধুই পেশাদারি ম্যানেজমেন্টের বিষয় তাতে কোন সন্দেহ নেই।