অনাস্থা প্রস্তাবের নোটিস নিয়ে অাইনি জটিলতার মধ্যেই বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন সব্যসাচী দত্ত। ইস্তফাপত্র পেশ করে সাংবাদিক বৈঠককে সব্যসাচী দত্ত জানান তিনি অসত্ কাজে অাপস করেননি , করতে পারবেন না। জলাভুমি ভরাটেও তিনি বাধা দিয়েছিলেন। সবকিছুই সরকারকে তিনি জানলেও সেরকম সদর্থক সাড়া সরকারের থেকে তিনি পাননি বলে জানিয়েছেন সব্যসাচী। কিন্তু যে সব্যসাচী দত্তের বিরুদ্ধে নিউটাউন রাজারহাটে সিন্ডিকেট চালানোর অভিযোগ এতদিন বিরোধী দলের নেতারা করতেন এখন দেখার তারাই তাঁকে কীভাবে স্বাগত জানায়।