MP-MLA এদের সন্তানদের সরকারি স্কুলে পড়ান উচিতঃ দাবি থ্রি ইডিয়টসের ‘হিরো’ ওয়াংচুকের

0
15

থ্রি ইডিয়টস ছবির অামির খানের চরিত্র যার অনুপ্রেরণায় তৈরি সেই সোনাম ওয়ানচুক এক সভায় বলেছেন এমপি ও এমএলএ -দের সন্তানদের সরকারি স্কুলে পড়ান উচিত। ওয়াংচুক জানিয়েছেন তিনি বিশ্বের নানা দেশে গেছেন কিন্তু কোথাও অামাদের দেশের স্কুলগুলির মত বৈষম্য দেখেননি। তাঁর মতে অামাদের দেশের ৯০ শতাংশ স্কুলই সাব সাহারান স্কুলের থেকেও পিছিয়ে।ওয়াংচু বলেছেন যদি জনপ্রতিনিধিদের সন্তানদের সরকারি স্কুলে পড়ান বাধ্যতামূলক করা হয়, তাহলে স্কুলের শিক্ষার পরিকাঠামো ও মান উভয়েরই উন্নত হবে। তাঁর মতে ৫ বছরের মধ্যে এর সুফল অামরা পাবো। এর অাগেও সরকারি স্কুলের পক্ষে সওয়াল করে ওয়াংচুক এক অনুষ্ঠানে বলেছিলেন ভূটানের রাজা সহ সরকারি অামলাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ার জন্য সেখানকার স্কুলের মান অনেক উন্নত হয়েছে।