NDTV INDIA এর রবীশকুমারকে ম্যাগসেসে পুরস্কার

0
18

২০১৯ এর রমন ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন NDTV INDIA এর সাংবাদিক রবীশ কুমার। প্রান্তিক মানুষদের স্বরকে তুলে ধরার জন্যই তাঁকে স্বীকৃতি দিচ্ছে বলে জানান হয়েছে। ম্যাগসেসে ফাউন্ডেশন জানাচ্ছে যে সব রিপোর্ট খুব একটা মিডিয়ায় স্থান পায় না সেগুলিকে তুলে ধরে রবীশকুমারের প্রাইম টাইম শো। মেনস্ট্রিম মিডিয়ায় থেকেও রবীশকুমার দীর্ঘদনি ধরেই সরব মিডিয়ার বিরুদ্ধে। এমন কি একসময় তিনি অাবেদন করেছেন মেন স্ট্রিম নিউজ চ্যানেলগুলো না দেখার জন্য। বিজেপি তথা মোদির বিরুদ্ধে নানা ইস্যুতে সরব হওয়ায় একধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন এই সাংবাদিক।