Home বাণিজ্য এ বছরের প্রথম ৩ মাসেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রতারণার অঙ্ক ৩১ হাজার কোটি...
২০১৯-২০ অার্থিক বছরের প্রথম ৩ মাসে ১৮টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ২৪৮০টি প্রতারণার ঘটনা সামনে এসেছে। প্রতারণার অঙ্ক ৩১ হাজার ৮৯৮ কোটি ৬৩ লক্ষ টাকা। তথ্য জানার অধিকার অাইনে করা এক প্রশ্নে এই তথ্য জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তথ্য জানার অধিকার কর্মী চন্দ্রশেখর গৌর রবিবার জানিয়েছেন তার প্রশ্নের উত্তরে অারবিঅাই জানিয়েছে মোট প্রতারণার ৩৮ শতাংশই স্টেট ব্যাঙ্কে ঘটেছে।
পিএনবিকে সাড়ে ১৩ হাজার কোটি টাকা প্রতারণা করার পরও ব্যাঙ্কগুলি তেমন কোন ব্যবস্থা নিয়েছে বলে মনে হচ্ছে না। অথচ সাধারণ গ্রাহককে তাঁর নেওয়া একটি হোম লোনের কিস্তি মিস হলে চিঠি পাঠিয়ে দেয় ব্যাঙ্ক।কিন্তু প্রতারণা রুখতে তেমন একটা সক্রিয় হচ্ছে না ব্যাঙ্কগুলি। ফলে অার্থিকভাবে রুগ্ন হয়ে পড়ছে সরকারি ব্যাঙ্কগুলি। অাবহাাওয়া তৈরি হচ্ছে ব্যাঙ্ক বেসরকারিকরণের। তাই কি একধাক্কায় ১০টি ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়া হল?