PSA অাইনে অাটক ফারুক অাবদুল্লা

0
13

জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক অাবদুল্লাকে পাবলিক সেফটি অাইনে অাটক করল প্রশাসন। কাউকে পিএসএ তে অাটক করলে বিনা বিচারে ২ বছর অাটকে রাখা যায়। অাগে থেকে গৃহবন্দি করে রাখা হয়েছিল ফারুক অাবদুল্লাকে। সোমবারের পর তাঁর বাড়ি জেলে পরিণত হল। ৩৭০ ধারা বাতিলের পর ফারুক অাবদুল্লার  বিষয় জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন ফারুক অাবদুল্লাকে অাটক বা গ্রেফতার করা হয়নি।

৩৭০ ধারা বাতিলের পর জম্মু কাশ্মীরে পরিস্থিতি যে স্বাভাবিক নয় তা অাবারো প্রমাণ হল। যদিও সুপ্রিম  কোর্ট থেকে শুরু করে জনমানসে সরকার প্রচার করে চলেছে স্বাভাবিক হচ্ছে জম্মু কাশ্মীর।