তিনি কাশ্মীরে ৩৭০ ধারা প্রয়োগ করে যেভাবে গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়েছে তাকে প্রশ্ন করে অাইএএসের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন কান্নন গোপীনাথন। এখন গৃহীত হয়নি তার ইস্তফা। উল্টে তাঁকে চার্জশিট ধরিয়েছে সরকার। তবুও তিনি প্রশ্ন করতে চান এনঅারসি কেন?কান্নন জানিয়েছেন প্রশ্ন করা ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে। কে কী ভাবলো মনে করলে চলবে না প্রশ্ন করতে হবে সরকারকে , কর্তৃপক্ষকে। তিনি এনঅারসিতে নাম তোলার জন্য কাগজের পিছনেও জনগণকে ছুটতে মানা করেছেন।সাতদিন ডটইনের সম্পাদক অনুপম কাঞ্জিলালকে এই কথা জানিয়েছেন কান্নন।
প্রশ্ন করা ভুলে গেলে গণতন্ত্র বিপদের মুখে পড়বেঃ সদ্য ইস্তফা দেওয়া IAS গোপীনাথ কান্নন
Posted by Satdin.in on Saturday, 16 November 2019