JNUতে abvp তাণ্ডবের ভিডিও এখন ভাইরাল

0
26

 

সাতদিন ডেস্কঃ রবিবার জেএনইউতে লাঠি ,রড হাতে নিয়ে তান্ডব চালালো একদল মুখোশধারী। এবিভিপি এর দায় নিতে রাজি নয়, কিন্তু সবার জানা তারা এবিভিপিরই। এই সত্যকে নিরপেক্ষতার চাদরে অাড়াল করার অাজ অার দরকার নেই। সেই তান্ডবের ছবি এখন ভাইরাল। ভিডিওটি এপিডির বনগাঁ শাখা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।

আমরা কাওকে পোশাক দেখে চিনতে চাই না । কিন্তু ওরা তো মুখটাও দেখালো না । স্বঘোষিত 'বীর' এর বাহিনী হলে যা হয় আর কি ! তীব্র ধিক্কার জানাচ্ছি ওই স্বাধীনতা আন্দোলনের বিশ্বাসঘাতকদের উত্তসূরীদের , যারা আজ JNU তে রাতের আঁধারে পেছন থেকে হামলা চালালো।

Posted by Apdr Bongaon on Sunday, 5 January 2020