Home এক নজরে কোভিডে অাক্রান্ত উত্তরপ্রদেশের মন্ত্রী কমল রানি প্রয়াত
সাতদিন ডেস্কঃ কোভিড ১৯ অাক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের মন্ত্রী কমল রানি ভারুনের। ৬২ বছরের কমল রাণি ভর্তি ছিলেন লক্ষনউ এর সঞ্জয় গান্ধী মেডিক্যাল সায়েন্সে। করোনা পজিটিভ হওয়া গত ১৮ জুলাই হাসপাতলে ভর্তি হন তিনি। যোগী অাদিত্যনাথ সরকারে কারিগরি দফতরের মন্ত্রী ছিলেন তিনি।
উত্তরপ্রদেশে কোভিডে টেস্ট কম করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দেশে যেখানে প্রতি ১০ লক্ষে টেস্টের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে উত্তরপ্রদেশে তা ১০ হাজার । যদিও এসব মানতে নারাজ মুখ্যমন্ত্রী যোগী অাদিত্যনাথ।তৃণমূল বিধায়ক তমনাশ ঘোষের মৃত্যুতে প্রতিক্রিয়াতে দিতে গিয়ে এরাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছিলেন বিধায়ক নেতাদের বাঁচাতে পারছে না সরকার ,স্বাস্থ্য ব্যবস্থাটাই প্রশ্নের মুখে। এবার তিনি কী বলবেন!