Home এক নজরে কেরল ও পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার ৯ সন্দেহভাজন অালকায়দা জঙ্গি
সাতদিন ডেস্কঃ শনিবার কেরল ও পশ্চিমবঙ্গে তল্লাশি চালিয়ে ৯জন সন্দেহভাজন অাল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে NIA। ৩জন কে গ্রেফতার করা হয়েছে কেরল থেকে ৬জনকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এনঅাইএ দাবি করেছে অাল কায়দায়ার এই মডিউলটি টার্গেট ছিল দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা।